ঈদ এবং রোমজান আসলেই মিষ্টি প্রিয় জাতি হিসেবে সেমাই খাওয়ার রীতিকে আমরা যুগ যুগ ধরেই অনুসরন করে আসছি। প্রিমিয়াম কোয়ালিটির বগুড়ার ঐতিহ্যবাহী ইনটেক ঘি’য়ে ভাজা লাচ্ছা সেমায়ের স্বাদ আমাদের এই রীতিকে আরো আনন্দময় করে তুলবে ইনশাআল্লাহ।
যে কয় কেজি ঘি’য়ে ভাজা লাচ্ছা সেমায় অর্ডার করবেন সেই কয়টা লাকী কুপন পাবেন। র্যাফেল ড্র’এর মাধ্যমে নির্বাচন করা হবে সৌভাগ্যবান ব্যক্তিকে। তাই যত খুশি অর্ডার করুন।
উপকরণ:
১. ঘি ২ টেবিল চামচ
২. বাদাম কুচি আধা কাপ (পেস্তা ও কাজু বাদাম)
৩. কিসমিস ২ টেবিল চামচ
৪. লাচ্ছা সেমাই ২০০ গ্রাম
৫. গুঁড়ো দুধ ১ কাপ
৬. চিনি স্বাদমতো
৭. তরল দুধ ৫ কাপ
৮. এলাচ ৩টি
৯. কেওড়া জল ১ চা চামচ